রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

শিক্ষা

বুয়েটে প্রথম হওয়া আসীর ঢাবিতেও প্রথম

বাংলাট্রাক২৪
প্রকাশ: ০৪ জুলাই ২০২২, ০৬ : ২০



আসীর আন্‌জুম খান | ছবি: সংগৃহীত

আসীর আন্‌জুম খান | ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মাসি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ও ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদভুক্ত ‘ক' ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ১০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন৷ এ ফলাফলে বুয়েটের ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া আসীর আন্‌জুম খান প্রথম হয়েছেন৷

আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আবদুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল শ্রেণিকক্ষে প্রধান অতিথি হিসেবে 'ক' ইউনিটের ফলাফল ঘোষণা করেন উপাচার্য মো. আখতারুজ্জামান৷ এ সময় 'ক' ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী ও ফার্মাসি অনুষদের ডিন সীতেশ চন্দ্র বাছার উপাচার্যের সঙ্গে ছিলেন৷

গত ১০ জুন ‘ক’ইউনিটের পরীক্ষা হয়েছিল৷

‘ক’ ইউনিটে প্রথম হয়েছেন রাজধানী ঢাকার নটরডেম কলেজের ছাত্র আসীর আন্‌জুম খান৷ তিনি ঢাকার বেগম বদরুননেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন৷