রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
 

খেলাধূলা

‘পাকিস্তানের কাছ থেকে মুক্তি পাবে না কোনো দল’

খাদের কিনারায় দাঁড়িয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় ছিল পাকিস্তান। গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা জয় পাওয়ায় ভাগ্য খুলে যায় পাকিস্তানের। বাংলাদেশকে নিজেদের ম্যাচে হারিয়ে এখন সেমিফাইনালে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা।

৫৩৭ দিন ২২ ঘন্টা ৪৭ মিনিট
মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের সঙ্গে ম্যাথু হেইডেন | ছবি: ইনস্টাগ্রাম

অস্ট্রেলিয়া থেকে সরাসরি/যন্ত্রণা, বঞ্চনায় বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়

ল্যাংটন রুসেরে লিখে গুগলে সার্চ দিলে যে লিংকগুলো সামনে আসে, সবই তাঁর ভুলের খবর। কবে কোন ম্যাচে আম্পায়ার হিসেবে তিনি ভুল করেছেন, সেসবের তালিকা। আজকের আগে দক্ষিণ আফ্রিকান এই আম্পায়ার সম্পৃক্ত ছিলেন এই বিশ্বকাপেরই অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচের এক ভুলের সঙ্গে। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময় একটা ওভার ৫ বলেই শেষ করে দিয়েছিলেন তিনি ও পাকিস্তানের আম্পায়ার আলিম দার।

আরেকবার হতাশা সঙ্গী হলো বাংলাদেশের | ছবি: শামসুল হক

৫০০ হওয়ার কত দেরি

আইপিএলে ঝড় তুলেছেন, কাল নেদারল্যান্ডসের বিপক্ষে সেটিই টেনে এনেছেন জস বাটলার। 

৬৭৯ দিন ২২ ঘন্টা ৪০ মিনিট
৭০ বলে ১৬২ রানের ইনিংস খেলার পথে বাটলার | ছবি : রয়টার্স

আইপিএলের আদলে তিন ভাগে আইসিসির নিলাম

আট বছরের জন্য সম্প্রচারস্বত্বের দরপত্র আগামী সোমবার আহ্বান করবে আইসিসি। তবে আগের ধারা ভেঙে এবার অঞ্চলভেদে আলাদা করে দরপত্র আহ্বান করা হবে।

৬৭৯ দিন ২৩ ঘন্টা ২ মিনিট
দুবাইয়ে আইসিসির সদরদপ্তর | ফাইল ছবি: এএফপি

 

Share This: