শুক্রবার, ১০ মে ২০২৪

বহির্বিশ্ব

ইউক্রেনে হামলার তীব্রতা বাড়াল রাশিয়া

বাংলাট্রাক২৪
প্রকাশ: ১৩ মার্চ ২০২২, ০৭ : ০৬



ইউক্রেনে হামলা

ইউক্রেনে হামলা

পোল্যান্ড সীমান্তের কাছে লভিভ সামরিক প্রশিক্ষণকেন্দ্রে একাধিক বিমান হামলা চালিয়েছে রাশিয়া। আজ রোববার ইউক্রেনের স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

পশ্চিমাঞ্চলীয় শহর লভিভের বাইরে এই সামরিক প্রশিক্ষণকেন্দ্রটি অবস্থিত। লভিভ থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রটিতে হামলা হওয়ার কথা জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন আঞ্চলিক প্রশাসনের প্রধান ম্যাক্সিম কোজিটস্কি।

হামলার পর এলাকাটি থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।

প্রায় সাত লাখ জনসংখ্যা অধ্যুষিত শহর লভিভ। রুশ আগ্রাসন শুরুর পর এই শহর থেকে অনেক মানুষ পালিয়ে পোল্যান্ডে গেছেন। তাছাড়া রুশ হামলার মুখে ইউক্রেন ত্যাগকারী লোকজনের ও পশ্চিমাদের পাঠানো মানবিক ও সামরিক সহায়তায় লভিভ শহরটি একটি ট্রানজিট হিসেবে ব্যবহৃত হচ্ছে।

রুশ সামরিক অভিযান আজ রোববার ১৮তম দিনে গড়িয়েছে। ইউক্রেনের বিভিন্ন শহরে আজও রাশিয়ার হামলা অব্যাহত আছে।