রবিবার, ১২ মে ২০২৪

ব্যবসা বাণিজ্য

মিল্কভিটার দাম বাড়ানোর সুপারিশ সংসদীয় কমিটির

বাংলাট্রাক২৪
প্রকাশ: ১৫ মার্চ ২০২২, ০৫ : ৪৫



মিল্কভিটা

মিল্কভিটা

মিল্কভিটা দুধের দাম বাড়ানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এক বৈঠকে বাজারের সঙ্গে বাস্তবতার নিরিখে দাম সমন্বয় করে মিল্কভিটার দাম বৃদ্ধির বিষয়ে সুপারিশ করা হয়।

জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির এ বৈঠকে থেকে সুপারিশ করা হয়েছে বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কমিটির সভাপতি খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম, স্বপন ভট্টাচার্য্য, মসিউর রহমান রাঙ্গা, রেবেকা মমিন, রাজী মোহাম্মদ ফখরুল, শাহে আলম, ছানোয়ার হোসেন এবং আব্দুস সালাম মূর্শেদী উপস্থিত ছিলেন।

বৈঠক হতে বিদ্যমান সমবায় আইনে প্রতিবন্ধকতা, দুর্বলতা দূরীকরণে অতিসত্বর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে আরডিসিএসএল এবং রংপুর বিভাগীয় শহরের সমবায় ব্যাংক এর বিষয়ে তদন্তের রিপোর্ট নিয়ে আলোচনা করা হয়।