শনিবার, ১১ মে ২০২৪

খেলাধূলা

সবার উপরে রোনাল্ডো, হ্যাটট্রিকসহ গোলের রাজা বনে গেলেন পর্তুগিজ তারকা

বাংলাট্রাক২৪
প্রকাশ: ১৫ মার্চ ২০২২, ০৫ : ৪৬



Ronaldo

Ronaldo

ইতিহাস সৃষ্টি করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্ব ফুটবলে সব চেয়ে বেশি গোলের মালিক এখন এ পর্তুগিজ তারকা। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে শনিবার রাতে হ্যাটট্রিক করেন তিনি। তার হ্যাটট্রিকে টটেনহ্যামকে তাঁর দল হারায় ৩-২ ব্যবধানে। সেই সঙ্গে রোনাল্ডোও টপকে গেলেন জোসেফ বিকানকে।

এত দিন পর্যন্ত অস্ট্রিয়ার জোসেফ বিকানের করা ৮০৫টি গোলই ফুটবলের ইতিহাসে কোন খেলোয়াড়ের সর্বাধিক গোল ছিল। শনিবার রোনাল্ডোর গোলের সংখ্যা হয়ে গেল ৮০৭। টটেনহ্যামের বিরুদ্ধে ১২ মিনিটে প্রথম গোল করেন রোনাল্ডো। সেই গোলের সঙ্গে বিকানকে ছুঁয়ে ফেলেন তিনি। ৩৮ মিনিটে দ্বিতীয় গোল করে টপকে যান বিকানকে। টটেনহ্যামের হ্যারি কেন, হ্যারি ম্যাগুয়ের দু’টি গোল শোধও করে দেন। এরপর ৮১ মিনিটের মাথায় তৃতীয় গোল করেন রোনাল্ডো।

১৯৫৬ সাল থেকে সর্বাধিক গোলের রেকর্ড ছিল বিকানের দখলে। ৬৬ বছর পর সেই রেকর্ড ভাঙলেন রোনাল্ডো। তৃতীয় স্থানে রয়েছেন রোমারিয়ো। তিনি করেছেন ৭৭২ গোল। লিয়োনেল মেসি এখনও পর্যন্ত ৭৫৯টি গোল করে চতুর্থ স্থানে রয়েছেন। পঞ্চম স্থানে রয়েছেন পেলে। তাঁর গোলের সংখ্যা ৭৫৭। এই সমস্ত হিসাব ফিফা স্বীকৃত গোলের তালিকা মোতাবেক।