রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

ব্যবসা বাণিজ্য

ভোজ্য তেলের ভ্যাট প্রত্যাহার করল সরকার

বাংলাট্রাক২৪
প্রকাশ: ১৫ মার্চ ২০২২, ০৫ : ৪৮



ভোজ্যতেল

ভোজ্যতেল

সরকার সয়াবিন ও পামতেলের ওপর ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে পণ্যে দুটির আমদানি পর্যায়ে ১৫ শতাংশ ও ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের এসআরও জারির কাজ চলছে।
বর্তমানে সরকার প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬৮ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৪৩ টাকা। ৫ লিটারের বোতল ৭৯৫ টাকা ও পামতেলের দাম লিটারে ১৩৩ টাকা নির্ধারণ করেছে ।
সর্বশেষ ২০২১ সালের ১৯ অক্টোবর প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৩৬ টাকা নির্ধারিত ছিল। এই দর যখন নির্ধারণ হয়, তখন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন তেলের প্রতি ব্যারেলের দাম ছিল ১৩৫০ মার্কিন ডলার। গতকাল ১৪ মার্চ সেই তেল বিক্রি হয়েছে ১৯৫০ ডলারে। যদি আন্তর্জাতিক বাজারদর এমন থাকে, তাহলে ভ্যাট কমিয়েও ভোক্তাকে সুবিধা দেওয়া সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ আমদানি মূল্য ধরে নতুন দর নির্ধারণ করলে ভোজ্যতেলের দাম আরও বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন খোদ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।