সোমবার, ১৩ মে ২০২৪

বাংলাদেশ

এক কোটি মানুষকে বিশেষ কার্ড (ফ্যামিলি কার্ড): প্রধানমন্ত্রী

বাংলাট্রাক২৪
প্রকাশ: ১৬ মার্চ ২০২২, ০৭ : ৩১



ফ্যামেলি কার্ড

ফ্যামেলি কার্ড

আমরা এক কোটি মানুষকে স্পেশাল কার্ড দিয়ে দেবো সেই কার্ড দিয়ে ন্যায্যমূল্যে তাদের নিত্যপ্রয়োজনীয় কয়েকটি জিনিস কিনতে পারবে। আজ মঙ্গলবার গণভবনে ১৪ দলের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।

দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‌‘আন্তর্জাতিক বাজারে যখন দাম বেড়ে যায় তখনতো খুব বেশি আমাদের কিছু করার থাকে না’ । এ ক্ষেত্রে কিছুটা তো কম্প্রোমাইজ করতে হবে। তবে রোজার সময় যেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে আমরা সে চেষ্ঠা করছি। যে ৩৮ লাখ লোককে আমরা টাকা দিচ্ছি, সেটা তো থাকবেই। আমরা আরও এক কোটি লোককে বিশেষ কার্ড করে দেবো।

এর বাইরেও ৫০ লাখ লোককে একটি কার্ড দেওয়া আছে, যা দিয়ে তারা মাত্র ১০ টাকায় চাল কিনতে পারে, সেই ব্যবস্থাতো আছেই। জনগণ যাতে ভালোভাবে বাঁচতে পারে সেটাই আমাদের লক্ষ্য বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারের কাছে যথেষ্ট খাদ্য মজুত আছে জানিয়ে শেখ হাসিনা বলেন, আলহামদুলিল্লাহ, এখনও ১৮ লাখ টন খাদ্য মজুত আছে আমাদের। সেখানে কোনও অসুবিধা নেই।

মতবিনিময় সভায় ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টির (জেপি) আনোয়ার হোসেন মঞ্জু, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুর বশর মাইজভান্ডারী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির শাহাদাত হোসেনসহ ১৪ দলের নেতারা অংশ নেন।