সোমবার, ১৩ মে ২০২৪

বাংলাদেশ

সারদিন যানজটে নাকাল রাজধানী

বাংলাট্রাক২৪
প্রকাশ: ২১ মার্চ ২০২২, ০৩ : ২৫



যানজট

যানজট

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার (১৫ মার্চ) পুরোদমে স্কুল খোলার দিনে রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে গরমের কারণে যানজটে থাকা মানুষের ভোগান্তি দুর্বিষহ হয়ে পড়েছে। রাজধানীর বিভিন্ন সড়কে চলতে গিয়ে যানজটে নিজেদের অসহায়ত্বের কথা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে পোস্ট করছেন অনেকেই।

আজ মঙ্গলবার (১৫ মার্চ) সকাল থেকে রাজধানীর বিজয় স্মরনী, মহাখালী, ফার্মগেট, বাংলামটর, কাওরান বাজার, শাহবাগ, ধানমন্ডি, বনানী ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে তীব্র যানজট দেখা গেছে। যানজট সামাল দিতে হিমশিম খাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পুলিশ বলছে, আজ থেকে স্কুল খোলা হয়েছে। সকাল থেকেই অভিভাবকরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তার সন্তানকে নিয়ে এসেছেন। এদের অনেকের সঙ্গেই গাড়ি রয়েছে। আর এই গাড়ির কারণেই সৃষ্টি হচ্ছে যানজটের। একদিকে স্কুল-কলেজ, অন্যদিকে অফিস সব মিলেই সড়কে গাড়ির সংখ্যা বেড়েছে। যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তবে যানজট কমাতে পুলিম কাজ করে যাচ্ছে।