সোমবার, ১৩ মে ২০২৪

বাংলাদেশ

কমিয়ে আনা হচ্ছে করোনা ভাইরাস প্রতিরোধী টিকার বুস্টার ডোজ দেওয়ার সময়সীমা।

বাংলাট্রাক২৪
প্রকাশ: ২১ মার্চ ২০২২, ০৬ : ৪১



কোবিড-১৯

কোবিড-১৯

আগামী ১৭ মার্চ থেকে কমিয়ে আনা হচ্ছে করোনা ভাইরাস প্রতিরোধী টিকার বুস্টার ডোজ দেওয়ার সময়সীমা। আগে দ্বিতীয় ডোজ দেওয়ার ছয় মাস পর বুস্টার ডোজ দেওয়ার নিয়ম থাকলেও সেটি কমিয়ে এনে চার মাস করা হচ্ছে। আগামী ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশেষ কর্মসূচির আওতায় ৩ কোটি ২৫ লাখ ডোজ টিকা দেওয়া হবে, সেদিন থেকেই এই নিয়ম কার্যকর হবে।
আজ (১৬ মার্চ) সকালে স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে ২৬তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত অবহিতকরণ সভায় এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।.